/20

সাইবার নিরাপত্তা ও আইটি বিষয়ক কুইজ

::নিয়মাবলী::

  • এই কুইজে মোট ১০০ টি প্রশ্নের মধ্য থেকে Randomly ২০ টি প্রশ্ন থাকবে।
  • প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • আপনি সঠিক উত্তর একবারই নির্বাচন করতে পারবেন।
  • উত্তর নির্বাচন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী প্রশ্নে নিয়ে যাবে।
  • সময় ২০ মিনিট।
  • ৫০% মার্ক পেলে পাস।
  • যত বার ইচ্ছা তত বার অংশগ্রহণ করতে পারবেন।

কুইজে অংশগ্রহন করতে ফরম টি পুরন করুন

1 / 20

নিচের কোনটি ইন্টারনেটে সাধারণত ফ্রী সফটওয়্যারের মাধ্যমে বিস্তার হয়?

2 / 20

নিচের কোনগুলো কম্পিউটার ভাইরাস?

3 / 20

কিভাবে ফাইল/ফোল্ডার র‍্যানসমওয়্যার এর আক্রমন থেকে রক্ষা করা যায়?

4 / 20

বেশিরভাগ সিস্টেম, যাদের জন্য হ্যাক হয়।

5 / 20

স্পাইওয়্যার গোপনে কম্পিউটার এর তথ্য গুলো সংগ্রহ করে অন্য কম্পিউটারে ট্রান্সফার করে।

6 / 20

আপনার সন্তানকে অনলাইনে কিভাবে নিরাপদ রাখবেন?

7 / 20

কোনো পাসওয়ার্ডে টু-স্টেপ ভেরিফিকেশন (2-step verification) কেন ব্যবহার করা হয়?

8 / 20

মোবাইল হুমকীর লক্ষ্যনীয় বিষয় কোনটি?

9 / 20

Social Engineering এর মাধ্যমে কি ধরনের তথ্য সংগ্রহ করা হয়?

10 / 20

নিচের কোনটি অপ্রত্যাশিত মেইল?

11 / 20

ট্রোজান হর্স কি?

12 / 20

নিচের কোনটি এন্টি ভাইরাস প্রোগ্রাম?

13 / 20

 সর্বোচ্চ কতমাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত?

14 / 20

সোশ্যাল মিডিয়াতে আপনার গোপনীয়তা রক্ষা করার উপায় কী?

15 / 20

নিচের কোনটি এক ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম?

16 / 20

সামাজিক যোগাযোগ সাইটে নিরাপদ থাকার জন্য কী করা উচিত?

17 / 20

একটি ডাউনলোড করা সফ্টওয়ার ইনস্টলেশনের সময় অনেক বেশি অনুমতি চাইলে আপনার কী করা উচিত?

18 / 20

নিচের কোনটি কম্পিউটারের সাধারণ নিরাপত্তাকে এড়িয়ে অপারেটিং সিস্টেমে প্রবেশ করে?

19 / 20

একটি মেশিনে থেকে অন্য একটি মেশিনে পরিচয় বহন করে সাধারণত যে কার্য পরিচালনা করা হয় তা কি নামে পরিচিত?

20 / 20

প্রযুক্তির মাধ্যমে নিজস্ব ইউজার ও পাসওয়ার্ড সরবরাহ করার পর মোবাইলের মাধ্যমে লগইন করতে হয়।

Your score is

0%